গাঁয়ের নেতা
-রবি বাঙালি
≈≈≈≈≈≈≈≈≈
গাঁয়ের নেতা গাঁয়ের মোড়ল
অন্তরে তার গরল
মুখে মধু বিশ্বাস করে
গাঁয়ের লোকে সরল।
ভাইয়ে ভাইয়ে বাঁধায় ক্যাচাল
মিটমিটিয়ে হাসে,
সমাধানের উপায় খুঁজতে
নেতার কাছে আসে।
নেতাই তাদের শেষ ভরসা
নেতাই তাদের ফাঁসে,
এবার পকেট করবে সাবার
বড় ঘুসের আশে।
জমিজমা বাড়ি মাপা
প্রেমপিরিতি মারামারি
সবখানেতে ঘুসকারবারি
নইলে মামলার ঝারি।
ঠেলায় পড়ে আমজনতা
মহান নেতা মানে,
তুষ্ট রাখতে পুঁজে তাদের
বাঁচতে মানে জানে।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি :
রবি বাঙালি। প্রকৃত নাম মো. রবিউল আউয়াল। ১৯৭৫ সালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অন্তর্গত নিতাইনগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পকাশিত প্রথম কাব্য গ্রন্থ ‘ খলিশাডাঙ্গার কন্যা’ ও দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘ উলঙ্গ সভ্যতা’। এছাড়াও তিনি হাজেরা ফাউন্ডেশন এর মূখপত্র ‘ লিটারেচার রিভিউ ‘ শীর্ষক জার্নালের সম্পাদনা করেন।বর্তমানে তিনি পীরগঞ্জ সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।