চিরন্তনী
-বিমান বিশ্বাস
⇔⇔⇔⇔⇔⇔⇔
কাব্যি করা পুতুল খেলা নতুন সুখের বাসা
হয়রানি যার নিত্য দিনের ফুরিয়ে আসে ভাষা।
ছলচাতুরি নিমিষ কালো হরিণ চোখে দেখা
পথের ধারে পরে থাকে হাতের ভাগ্য রেখা।
প্রেম যমুনা নদীর পাড়ে রাত্রির হরবোলা
গান গেয়ে যায় দিন দুপুরে চোখ হয়ে আসে ঘোলা।
ভাঙা মেঘের পরশ পেয়ে কিছুটা নিঃশ্চুপে
আলতো আদর কিনার বেয়ে গড়িয়ে পড়ে ধুপে।
মন কেমনের ঘুম পাড়ানি খোলা হাওয়ায় ভেসে
দিব্যি বলে ভালো আছি তারার হাসি হেসে।
জল ভরা চোখ মিষ্টি দুখে আতস কাচে চেপে
নাইয়ে দেয় রাত্রি যাপন ঘড়ির কাঁটা মেপে।
আকাশ বাণী চিরন্তনী এই তো রকম ফের
অগোছালো মনের আঁচল কষ্ট দিয়ে ঘের।
⇔⇔⇔⇔⇔⇔⇔
পরিচিতি-
বিমান বিশ্বাস। কোলকাতায় বাস। পাঠকের ভালোবাসাই লিখতে ভাবায়।