আত্মবিশ্বাস
-বিপ্লব শামীম
≈≈≈≈≈≈≈≈≈
কি মন খারাপ!
হারিয়েছো কি জীবনের খেই?
একদম মন খারাপ করবে না
তোমাকে যে জিততে হবেই!
কেন তুমি হতাশ হচ্ছো?
কেন চিনছোনা নিজেকে নিজেই?
মসৃণ পথে হাঁটা, কে না পারে?
সাহসীরাই তো হাঁটে, কণ্টকাকীর্ণেই!
নিজেকে তৈরি করো
যেতে হবে ধুলো সরিয়েই,
সাফল্যের বাধা শুধুই মনোবল
নিষ্ঠার প্রকাশ, কাজের বিকাশেই!
মুছে ফেল পরাজয়ের ডর
মনোবল বাড়ে তো শুধু জয়েই,
জেনে রেখো, মনোবল ভাঙ্গে
অবাঞ্চিত ঐ মনস্তাত্ত্বিক ভয়েই!
ঝেড়ে ফেলো আফসোস
শপথ করো নিজের সাথেই,
স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ তুমি
হিম্মত রাখো, তুমি পারবেই!
ধন দৌলত, সে তো বৃক্ষ পল্লব
সময়ের আবর্তে যা ঝরবেই,
হাত বদলের এই সম্পদ নিয়ে
বড়াই করার তো কিছু নেই!
অপেক্ষা, ধৈর্য্য ও আত্মবিশ্বাস
তোমাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবেই,
নিজেকে প্রস্তুত করে এসো
ধন, মান, খ্যাতি ইনশ্আল্লাহ পাবেই!
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।