সখের বাগান
-বিকাশ চন্দ্র মণ্ডল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
মোদের ঐ মাটির গৃহাঙ্গনে
এক চিলতে সখের বাগানে।
অনেক চারা বসিয়ে ছিলেম
আপন মনে তুমি দিতে জল।
তোমার আমার পরিচর্যায়
বাগানে ফুটে ছিল হরেক ফুল।
ফুল আর বাহারি পাতার রঙে
রঙিন হয়ে ছিল দোঁহার মনন।
প্রজাপতি ফুলে এসে বসতো
ভ্রমর এসে করতো গুঞ্জরন।
ভালোবাসার বিনি সুতোর বাঁধন
আলগা হোল যে প্রেমের বন্ধন।
কয়েক দিনের অজানা জ্বরে তুমি
হাসপাতালে, ফিরলে না আর ঘরে।
শশ্মানের চিতায় চড়ে দাহ হলে।
হোলনা তো মোদের সহমরণ ?
সখের ঐ বাগান শুকিয়ে গেছে
ভালোবাসার দিন আজ মিছে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
নব প্রজন্মের কবি শ্রী বিকাশ চন্দ্র মণ্ডল ( পিতা শ্রী যুত্ বাদল মণ্ডল ও মাতা শ্রীমতী শীতলা দেবী ) মহাশয়ের জন্ম পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত গদীবেড়ো নৈসর্গিক গ্রামে।
গ্রামের পটভূমিতে রচিত হয়েছে প্রকৃতি প্রেমী বিভূতি ভূষন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অতি প্রাকৃত গল্প ‘ রঙ্কিনী দেবীর খড়গ ‘।
কবি পেশায় শিক্ষক ও নেশায় বাগান প্রেমী । ছদ্ম নাম ” সরাক কবি ” । তিনি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর রমানাথ বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষক পদে নিযুক্ত রয়েছেন। ঊ
শ্রী শ্রী রামচন্দ্র আর্দশ বিদ্যালয়, গদীবেড়ো থেকে পড়াশোনার সাথে সাথে বিদ্যালয় পত্রিকা ‘ ধ্রুব তারা ‘ য় প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয়।
প্রথম একক কাব্য গ্রন্থ ‘ অনুভব ‘ । অনুরণন ও অপরাহ্নের প্রেয়সী ( পঞ্চবান শৈলীতে ) , অনুরাগ ( হাইকু শৈলীতে ) , অনুভূতি ( বত্রিশা অণু গদ্য কবিতা শৈলীতে ) , অনুভা ( অনুভাষ শৈলীতে ) কাব্য সংকলন প্রকাশিত হয়েছে । এপার ওপার দুই বাংলা সহ আন্তর্জাতিক স্তরে অনলাইন ও অফলাইন একাধিক সাহিত্য পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়ে আসছে।
আমি আপ্লুত।
বিরহের কবিতা। খুব দুঃখ জনক।