বাসনা অন্তহীন
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈≈≈
ফিরে আর আসবে কি সেই সবদিন
নিয়ে সুখের প্রদীপ হাতে ,
মনের অন্দরে কেটে যাবে দুঃখের রক্তক্ষরন
রিক্ত নয়ন মুগ্ধ হবে তারাদের সাক্ষাতে ।
সন্ধ্যার আকাশে উদিবে একফালি চাঁদ
রূপসী জোছনায় হৃদয়ে লাগবে মাতন ,
ক্লান্ত শরীর ভুলে যাবে অবসাদ
ঝিঁঝিঁদের কলতানে থাকবে জোনাকির অভিবাদন ।
নির্মল সমীরণে শোনাবে গীতবিতান
ঝিকিমিকি তারার পানে চেয়ে কেটে যাবে প্রহর ,
নির্ঘুম আঁখি লিখে যাবে কল্পনার রূপকথা
সেই ক্ষনে থাকবে না মন কেমনের দোসর ।
স্বস্তির নিঃশ্বাস ফেলে সাজবে ধরিত্রী
যন্ত্রনার কালিমা মোছায়ে সদর্পে উদয় হবে নবারুণ ,
ফুল পাখি আর শিশুরা শেখাবে সখ্যতা
প্রেমের ফল্গুধারায় মাতোয়ারা হবে প্রেয়সী ফাল্গুন ।
উজান গাঙের নাইয়া শোনাবে ভাটিয়ালি
উদাসী হাওয়ায় শঙ্খচিল লিখে যাবে প্রফুল্লতা ,
ফিরতি পথে নদী রেখে যাবে জোয়ারের স্মৃতিচিহ্ন
বৈরাগী বিকেলে বাউল বাতাস ছড়াবে মুগ্ধতা ।
পুরাবে মন অস্তরাঙা গোধূলির ধূপছায়া
জিওলের শাখায় ঘনাবে বিদায়ী সূর্যের যবনিকা ,
ফিরে আর আসবে কি সেই সবদিন !
যেদিন পোহাব অগনিত স্বপ্নমধুর পেলবতা ।
বাসনা অন্তহীন আবেগী মনের আমার
দুটি আঁখির পলকে তাকিয়ে পৃথিবীর পানে ,
প্রাণ চায় নিমেষে ছুটে যেতে সেইখানে
এমনি অনেক অজানা সুখের সন্ধানে ।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল, গ্ৰাঃ + পোঃ – যোগেশ গঞ্জ । জেলা উঃ ২৪ পরগনা । সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।
এক অসাধারণ দুর্দান্ত লেখা