শহীদ সবার মাথার টোপর
-রানা জামান
∞∞∞∞∞∞∞∞
বাংলা বলি বাংলায় থাকি
বাংলা মায়ের ভাষা,
বাংলায় লিখি বাংলায় খেলি
বাংলা পুরায় আশা।
মায়ের ভাষা রক্ষা করতে
যারা দিলো রক্ত,
ওঁরা দেশের মাথার টোপর
আমরা ওদের ভক্ত।
একুশ কেনো, সারা বছর
ওঁদের মনে রাখি,
বাংলা ভাষা মায়ের আঁচল
ওঁরা বাংলার আঁখি।
ভিন্ন ভাষার সংস্কৃতি যা
খাচ্ছে দেশকে গিলে,
রুখতে হবে কঠোর হাতে
দেশপ্রেমীদের মিলে।
প্রত্যেক বছর একুশ তারিখ
যাচ্ছি শহীদ মিনার,
শ্রদ্ধা জানাই ফুলের তোড়ায়
সাহস পেয়ে সিনার,
বাঁধতে হবে মজবুত করে
বাংলাভাষার কিনার।
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি-
রানা জামান; জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ; নিজ জেলা: কিশোরগঞ্জ।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; এ যাবৎ প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৯;লেখার ধরন: গল্প, কবিতা, ছড়া,গান, উপন্যাস, ইত্যাদি। ইংরেজিতেও কবিতা লিখছেন।বিদেশে বিভিন্ন এন্থলোজি ও ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ২০২৩ খৃস্টাব্দে কলকাতার পত্রপাঠ প্রকাশনী থেকে ‘নেপথ্য কাহিনি’ নামে একটি মুক্তিযুদ্ধের গল্পের বই প্রকাশিত হয়েছে।