বীর শহীদদের দানে

-মোঃ রজব আলী

∼∼∼∼∼∼∼∼∼

বাংলা ভাষা হৃদয় খাসা বিশ্বের মাঝে সেরা,

ভবের বুকে মায়ের মুখে শ্রুতিমধুর ঘেরা।

কাড়তে ভাষা সর্বনাশা পাক হানাদের দলে,

কারসাজি ও ধোঁকাবাজি নানা ভাবে চলে।

নানান ছলে জিন্নাহ বলে উর্দু হবে ভাষা,

সকল দলে না না বলে ছাত্র শ্রমিক চাষা।

উনিশ’শত বায়ান্নতে ভাষার দাবি নিয়ে,

শিক্ষক হুজুর ছাত্র মজুর পথে নামেন গিয়ে।

উচ্চস্বরে মিছিল ধরে রাজধানীতে ঢুকে,

গুলি করে জীবন হরে মিছিলকারীর বুকে।

মারামারি ফেব্রুয়ারির একুশ তারিখ ঘটে,

গুলি ছাড়ে মানুষ মারে বিশ্বজুড়ে রটে।

সালাম রফিক বরকত সফিক নাম বলিব কত?

অস্ত্রের বলে পাকের দলে মারল শত শত।

ভাষার তরে গেল মরে বিশ্বে এটি প্রথম,

বাঙালি রীর উর্ধ্বেতে শির করল তারা খতম।

কারো পিতা কারো ভ্রাতা কারো মরল স্বামী,

বিশ্বের বুকে গভীর দুখে ভাষা হল দামি।

ভাষার আশে রক্তে ভাসে বিশ্ববাসী জানে,

পুরল আশা স্বাধীন ভাষা বীর শহীদদের দানে।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতিঃ

আমি মোঃ রজব আলী, পিতামৃত মোঃ শুকুর আলী মোড়ল, গ্রামঃ টিলাগাও, ইউপিঃ মুরমা, পোস্টঃ, থানাঃ, উপজেলাঃ দোয়ারাবাজার, জেলা সুনামগঞ্জ, বাংলাদেশ।শিক্ষা জীবনঃ আমি টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপন করে, টেংরা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে অস্টম শ্রেণী পাশ করি। তারপর দর্গাপাশা আব্দুর রশিদ উচ্চবিদ্যালয় থেকে এস, এস, সি, দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করে ছিলাম। হঠাৎ আমার মাথায় এক মরণব্যাদি রোগে আক্রান্ত হয়ে সিলেট সরকারি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হই। সেখান থেকে সুস্থ হয়ে ফিরতে তিন অতিবাহিত হয় এবং সুস্থ হয়ে জানতে পারি আর লেখা পড়া করতে গেলে মাথায় চাপ পড়ে আবার সেই রোগ দেখা দিতে পারে। পারিবারিক সকলে একথা জানার পর এখানেই আমার শিক্ষা জীনের সমাপ্তি ঘটে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*