একুশে ফেব্রুয়ারী

-শহিদুল ইসলাম আখন

≈≈≈≈≈≈≈≈≈

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার প্রাণ,

বিশ্ব মাঝে এই ভাষাকে

করতে অধিষ্ঠান,

যে ভায়েরা রক্ত দিলো

ভুলতে কি তা পারি ?

সেই একুশে ফেব্রুয়ারী।।

যাদের রক্তে রাঙা হলো

ঢাকার সে রাজপথ,

বীর শহীদ সালাম রফিক

জব্বার বরকত।

হারিয়ে এদের কাঁদলো কত

বাংলাদেশর নারী।

সেই একুশে ফেব্রুয়ারী।।

বুক ফুলিয়ে লাখো লাখো

বাংলা মায়ের ছেলে,

বাংলা ভাষার দাবি নিয়ে

বললে স্লোগান তুলে,

বাংলা হবে রাষ্ট্রভাষা

এই আইন হোক জারি।

সেই একুশে ফেব্রুয়ারী।।

যাদের আত্মত্যাগে আমরা

পেলাম বাংলা ভাষা,

যুগিয়ে সাহস যারা মোদের

করলো পুরণ আশা,

আজকে দিনে শ্রদ্ধাভরে

আমরা তাদের স্মরি।

সেই একুশে ফেব্রুয়ারী।।

সেদিন যারা বাংলা ভাষার

চায়নি দিতে মান,

যত্র তত্র বাংলা ভাষার

করেছিল অপমান,

আমরা তাদের ঘৃণা করি

তারা যে অত্যাচারী।

সেই একুশে ফেব্রুয়ারী।।

বঙ্গবাসীরা সেদিনের কথা

ভুলবেনা কোনোদিন,

যাই করি মোরা,শোধ দিতে কি

পারব তাদের ঋণ ?

শহীদ বেদীতে ফুল দিতে গিয়ে

ভরে আসে আঁখি বারি।

সেই একুশে ফেব্রুয়ারী।।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

তিলপী, দঃ 24 পরগণা

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*