একটি কবিতা
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔⇔
বাতাস বলে নদী তোমায় নিয়ে লিখবো একটি কবিতা,
নদী বললো যাবার বেলায় রেখে যেও রাতের নীরবতা।
নদী বলে, পাখিরা সব ঘুমিয়ে থাকে তার ছোট্ট নীড়ে,
কত ব্যথায় আমি হারিয়ে যাই, এ জলস্রোতের ভিড়ে।
উদাসী ওই বাতাসও হঠাৎ আনমনা হয়ে গেল,
নদীর কথা শুনে, বাতাসের চোখে অশ্রু এলো।
ঝড়ের প্রথম আঘাতটাও হানে, বিশাল নদীরও বুকে,
বিপুল ঝড়ের আক্রমন থাকতে দেয় না নদীকে সুখে।
বিচলিত হয়ে যায় নদীর মন ওই ঝড়ে অন্তরে বাহিরে,
শত শত ঢেউ সহে তবু যেন আছে নদী হাজার সুন্দরে।
চাঁদের ছায়া যখন, ওই নদীর বুকে ভাসে,
অনেক রূপের ছন্দ এঁকে নদী যেন হাসে।
নিয়তির কাছে এসে হেরে যেতে হয় সারাটি বেলা,
তবু একাগ্রচিত্তে নদীও খেলে যায় জীবনের খেলা
যে ভালোবাসা অন্তরের গভীরে কথারও ছবি আঁকে না,
মনও ঝরা পাতার মতো হয়ে যায় খুঁজে পাওয়া যায় না।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম -পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইক গাছা
জেলাঃ খুলনা