সৃষ্টির শিহরণ
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞∞∞
একটা শুরু তো থাকেই সকল কিছুর
একটা নতুন গল্পের অবতারণা
একটা ভাবনা জড়ো করে করে খড়কুটো
একটা নতুন জন্ম গড়ে সম্ভাবনা।
শুরুতে চোখে পড়বার মতো কিছু থাকেনা
হয়তো পাশ কাটিয়ে যায় অনেকে
তবুও সকলে এড়িয়ে যায়না বলেই
অচেনা প্রমাণ করে নিজস্বতাকে।
ভাবনাগুলো খুঁজে নেয় নীল দিগন্ত
রসের ভান্ড ভরে দিনের সঞ্চয়
উজাড় হয়ে কত নতুন ভাবনা
যেন সাহিত্যাকাশে বলাকারা নির্ভয়।
অনেক হাতের ছোঁয়ায় বাড়বাড়ন্ত
সৃষ্টিশীলতা দেয় অস্থিমজ্জা
অচেনা মুখের সারিতে প্রাণের স্পর্শ
মুখরিত করে এগিয়ে চলার সজ্জা।
ভালো থাকবার প্রত্যয় দিলে কিশলয়
ওরা বর্ণের সাথে মিলেমিশে একাকার
হৃদয়ের বন্ধনে যে মিতালী গড়া হয়
তা আরও সুদৃঢ় করে আগামীর সম্ভার।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
বিজয়া মিশ্র পাহাড়ী র জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই আমার কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।