খুশির দিন
-শিবানী সাহা
∞∞∞∞∞∞∞
টেডি ডে আর চকোলেট ডে
শিশুদের জীবনে খুশির দিন,
মনের আনন্দে পালন করে
হৃদয়ে বাজিয়ে খুশির বিন।
নামিদামি চকোলেটের সমাহার
ধনীর দুলাল দুলালীদের হাতে,
চকোলেট তো ওদের কাছে স্বপ্ন
দুবেলা ভাত পড়ে না পাতে।
ভাগ্য ওদের বিরূপ তাই
ঠাঁই হয়েছে পথে,
অবহেলা আর অবজ্ঞার জীবন
বেঁচে আছে কোনমতে।
পথে পথে ঘুরে বেড়িয়ে ওরা
আস্তাকুঁড়ের খাবার খুঁটে খায়,
মুখে ওদের হাসি ফোটে তখন
যখন ভালো কিছু পায়।
বৈচিত্রহীন প্রতিদিনই একই রকম
দুঃখ সয়ে কেটে যায়,
ঠাঁই পায় না কারো মনে
ঠাঁই হয় না কারো ভাবনায়।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
কবি শিবানী সাহার জন্ম নৈহাটিতে। বর্তমানে তিনি হুগলি জেলার কোন্নগরে বাস করেন। সাহিত্যের প্রতি অনুরাগ তার ছোটবেলা থেকে। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসেন। তিনি একজন সাধারণ গৃহবধূ।