পূর্ণিমা চাঁদ

-আরিফ মুসলিমীন

≈≈≈≈≈≈≈≈≈≈

কতো জ‍্যোৎস্না হয়েছে যে গত,

একা একা জেগে অবিরত।

আশে পাশে কেউ যে নেই,

নেই তো কোনো সঙ্গী-সাথী।

একলা একা বসে বসে,

কাটিয়েছি রাতি।

চক্ষু দুটি বন্ধ করে,

যেই দখিনা বাতাস লাগিয়েছি গায়।

তোমার কথা উঠেছে ভেসে,

সেই না ক্ষনে মনের-ই আয়নায়।

মন জানতে হয়েছে যে ব‍্যাকুল প্রায়,

কেমন আছো, রয়েছো যে কোথায়?

তোমার দেখা পাইনি আজো,

জানিনা তো আছো কোন্ দূর অজানায়।

আমার একলা রাতের দোসর,

পূর্ণিমা চাঁদ হয়তো দেখছে তোমায়।

মনের কথা তাই তো আমি,

চাঁদের কাছে বলি হায়।

চাঁদ কে বলা সে কথা কী,

তোমার কানে পৌঁছায়?

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি:-

কবি আরিফ মুসলিমীন, বর্তমান প্রজন্মের তরুণ লেখক। জন্মস্থান টাংগাইল জেলায় কিন্তু বাবার চাকুরীর সুবাদে ছোট থেকে বেড়ে উঠা নেত্রকোনা জেলাতে। বাবা মায়ের দুই পুত্র সন্তানের মধ‍্যে তিনি ছোট।

কৈশোরে প্রতিবেশী বড় বোনদের লেখালেখি দেখে অনুপ্রাণিত হয়ে ছড়া লিখার মধ্য দিয়ে লেখালেখির হাতেখড়ি। তারপর থেকে সময়ের সাথে সাথে সাহিত্যচর্চা ও লেখালেখি চালিয়ে যাচ্ছেন।

তিনি অনুকাব‍্য লিখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

“আকাশে মেঘের ভেলা” তার প্রথম যৌথ কাব‍্যগ্রন্থ। ইনশাআল্লাহ ভবিষ্যতে লেখালেখি নিয়ে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে এই লেখকের ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*