যুদ্ধ
-অভিজিৎ হালদার
⇔⇔⇔⇔⇔⇔⇔
দাঁড়িয়ে আছি যুদ্ধের ময়দানে
নীলচে হৃৎপিণ্ডের দহনের আঁচে
অগ্নিযুগ সভ্যতা আর ছায়াঘেরা অন্ধকার
পাথরের বুকে মরুফুল ফোঁটে একতা
যুদ্ধ শুধু যুদ্ধ আসে – শাসক বদলায়
পৃথিবীর মানচিত্র বদলায় সাম্রাজ্যবাদে।
ভিজে চোখে মেঘেদের বাষ্প হওয়া
জাতির শত্রু জাতপাতে নিগ্রবিফলা
পথের বাঁকে বাঁকে পড়ে থাকে লাশের মুন্ডু
ভয়ানক যুদ্ধের রফাদফা।
কেউ বোঝেনি ভয়ানক যুদ্ধের কথা !
বুঝেছে শুধু ঝরে যাওয়া কিছু গাছের পাতা।
আমি দাঁড়িয়ে আছি বছরের পর বছর যুদ্ধের ময়দানে
অধিকার ছেড়ে দিলে মৃত্যুদণ্ড শূন্যতা লেখে
আবেগের অশ্রুচিরে।
চিনচিনে জীবনের সমীকরণে যুদ্ধের প্রতিচ্ছায়া
সময় খুব কঠিন ভরসা জানি তবুও শেষের শুরু
যুদ্ধের ভিতর থেকে বিপ্লব আসে রজনীর শোকে
সমস্ত লুপ্ত বিলীনতায় ছুঁয়ে গেছে পৃথিবীর আবহাওয়া
তবুও দাঁড়িয়ে আছি যুদ্ধের ময়দানে
প্রখর দৃষ্টিতে।
– তবুও এ যুদ্ধ শেষ হওয়ার নয় !!
এই যুদ্ধ বিপ্লবের এ যুদ্ধ চিরস্থায়ী নশ্বরতার।।
⇔⇔⇔⇔⇔⇔⇔
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে।
পিতা:- কার্ত্তিক হালদার
মাতা:- আরতি হালদার
শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক।
লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে।
বই:- “প্রথম আলো”(২০২১)