বিদ্যার দেবী মা সরস্বতী
-তনুশ্রী বসু (পাত্র)
≈≈≈≈≈≈≈≈≈≈
শ্বেত শুভ্র বস্ত্র তোমার অঙ্গে
শ্বেত বীনা হাতে নিয়ে মাগো
তুমি মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী
তুমি নব রূপে পুনরায় জাগো।
সবার বড় মা, মাদুর্গার মেয়ে তুমি
দুর্গা মায়ের বামদিকে তোমার স্থান
তুমি দাও বিদ্যা, বুদ্ধি,মনুষ্বত্য বোধ
রাখ আমাদের উপযুক্ত সম্মান।
মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে
হয় তব আরাধনা এই ধরাধামে
স্কুল, কলেজ সর্বত্র বিদ্যার্থীরা
পুষ্পাঞ্জলি দেয় ভক্তিভরে তব নামে।
শ্বেত হংস বাহন তোমার মাগো
শ্বেত পদ্ম তব যোগ্য আসন
আশ্রয় দিও মাগো, তোমার চরণ তলে
সত্যের পথে থাকি যেন আমি আজীবন।
সত্য বড় নিষ্ঠুর,নির্মম কাঁটায় ভরা
তোমার আশিষ থাকলে মাথায়
দিন কেটে যাবে সবার, হবে সূর্যোদয়
জীবনতরী চলবে আনন্দে নির্ভয়।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।