ফুল বাজার

-দীপক রঞ্জন কর

⇔⇔⇔⇔⇔⇔⇔

হাওড়ার পাশে গঙ্গার ঘাট

বেশ জমেছে ফুলের হাট,

রবীন্দ্র সেতুর ফেরির ধারে

ফুল বাজার নজর কাড়ে।

খুচরো আরও পাইকারী

ফুলের সম্ভার রকমারি ,

ফুলের দোকান সারি সারি

বোঝাই করে নিচ্ছে গাড়ি।

লাল কমলা হলদে সাদা

রজনীগন্ধা ডালিয়া গাঁদা,

ফুল দোকানি নানা ফুলে

ভোর বেলাতে দোকান খোলে।

কোথাও ঝুলছে ফুলের মালা

স্তুপ সাজানো ফুলের ডালা,

দূর থেকেই আসছে সুবাস

রঙ বেরঙের ফুলের আবাস।

ক্রেতার ইচ্ছা চাহিদা যত

সবই মজুদ পছন্দমত,

কিনছে ক্রেতা খাঁচা ভরে

চলছে গাড়ি দূর শহরে।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:-

নাম–দীপক রঞ্জন কর, জন্ম:-৩ রা জানুয়ারি ১৯৬৮ সাল

পিতা:-কানাই লাল কর ,মাতা:- সন্ধ্যা রানী কর, গ্রাম- ছিনাইহানি, জেলা-পশ্চিম ত্রিপুরা ,

শিক্ষা শুরু –সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আগরতলা, বিমানবন্দর।

যোগ্যতা:-বাণিজ্য বিভাগে স্নাতক ১৯৯০ সালে,সরকারি বিদ্যালয় শিক্ষকতা শুরু ১৯৯০ সালে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*