অপরুপ সুন্দরী
-ইঞ্জিঃ মোঃ মনসুরুল হক
♥♥♥♥♥♥♥♥♥♥♥
তুমি আমার রঙ্গিন স্বপ্নের মাায়াবী ভূবন
শিল্পীর রঙ্গে তুলিতে আঁকা মায়াবী ছবি।
তুমি আমার চাঁদের আলোর কিরণ ভুমি
সকাল বেলার চোখে ধাঁধাঁ দেখানো রবি।
তুমি যে আমার নদীর একটি মাত্র কুল
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল।
তুমি যে আমার চাঁদের দেশে চরকা বুড়ী
সোনালি বিকালে ভেসে আসা কাঁশফুল।
তুমি যে আমার রাতের স্বপ্ব বিলাসী কুল
সচ্ছ কল্পনার জগতে অপরুপ সুন্দরী।
♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ –
ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুল হক, পিতাঃ মরহুম মৌলানা মিছবাহ উদ্দীন, (সাবেক সিমেন্ট ফেক্টরী হাই স্কুলের শিক্ষক।) মাতাঃ মোছাঃ আয়েশা সিদ্দীকা, গ্রামের বাড়ীঃ দারুস সালাম, মল্লিকপুর, ছাতক সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা “আয়েশা মহল” শান্তিবাগ আ/এ দুর্রবারঃ ১৮৯/৭, কলাপাড়া, কতোয়ালী, সিলেট-৩১০০। অল্পবয়সে হঠাৎ আব্বা ১৯৭৫ সালে মারা যাওয়ায় সিমেন্ট ফেক্টরী সরকারি কোয়াটার ছেড়ে নিজ বাড়ীতে আসি। আমরা তিন ভাই, তিন বোন। শিক্ষাজীবন ;- মল্লিকপুর সঃ প্রাঃ বিদ্যালয়, ছাতক সিমেন্ট ফেক্টরী হাই স্কুলে ৬ষ্ট থেকে ৭ম শ্রেণী শেষ করি। পরে জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ হতে এস এস সি পাশ করে সিলেট পলি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার (সিভিল) পাশ করি। লেখাপড়া শেষে ঠিকাদারি ব্যবসায় কয়েক বছর জড়িয়ে ছিলাম। তারপর সরকারি একটি প্রতিষ্টানে চাকুরীতে যোগদান করি। বর্তমানে ঐ প্রতিষ্টানে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে দায়িত্বে আছি। চাকুরীর মাজে মধ্যে লেখালেখি করি। এরই মধ্যে আমার একক ও যৌথ অনেক বই প্রকাশ হয়েছে। এছাড়া আরও বই প্রকাশের অপেক্ষায় রহিয়াছে।
বিঃদ্রঃ – ক্ষমা একটি স্বর্গীয় গুণ, আমার অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য সমাজের কিছু প্রতিহিংসা পরায়ন ব্যক্তি আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য বিষাদাগার করছেন।আশা করব তাঁরা এরকম বিষদগার হতে বিরত থাকবেন। আসুন সাহিত্য গগনের উজ্জ্বল নক্ষত্র হয়ে রাতে এবং সূর্য হয়ে সারা বিশ্বকে সাহিত্যের আলোকে আলোকিত করি।