এই আমায়
-রীনা
∞∞∞∞∞∞∞
উৎসবমুখর
জনস্রোতের মাঝে
মগ্ন রবে সবে
সীমাহীন আনন্দধারায়,
ধূলো মাখা স্মৃতির বারান্দায়
দাঁড়ায় রইবে যে ঠায়!
হয়তোবা,
কোথাও খুঁজে পাবে না এই আমায়।
ক্লান্ত দুপুর
কিংবা
আবির রাঙা সন্ধ্যায়,
দাঁড়ায়ে রইবে যে ঠায়!
হয়তোবা কোথাও খুঁজে পাবে না,
আর,,,
এই আমায়।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি –
আমি রীনা, পুরানো ঢাকায় আমার জন্ম। বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় লেখালেখির মাধ্যমেই পথ চলা শুরু হয়েছিল। মাঝখানে দীর্ঘ বিরতির পর। আবারো লিখতে শুরু করলাম। বিশেষ করে *কবিতার পাতায়* আমার লেখা প্রকাশিত হওয়ার পর থেকে লেখার ইচ্ছাটা যেন আবারও জাগ্রত হল।