হাতছানি
-চৈতালী ধর মল্লিক
≈≈≈≈≈≈≈≈≈
আমার রোজনামচার বেহিসেবি খাতায়
আনমনে কবিতা এসে প্রজাপতি হয়ে বসে
তার পাখার রঙে ছেড়ে চলে যাবার স্পর্ধা
আমার মনকেমন টুকরো টুকরো করে গুঁড়িয়ে দিতে চায়
আমার আকাশকুসুম আবার ঝরেছে ..তখন
কবিতার চলে যাওয়ার শূন্যতায়
মন হয়তো বা ভেতরে তার ভাবনার কন্ঠলগ্ন
দেখার গভীরতায় অস্বচ্ছ ছায়া নিয়ে …
হঠাৎ হয়ত বা দেখি, তার চেনা গন্ধটুকু আমার মুঠোয়,
বিশল্যকরনীর বনে আনন্দে হারিয়ে যেতে যেতে
খুঁজে খুঁজে ছুঁয়ে, পেতে চাই, তখন
কবিতার অসম্ভব স্পর্ধিত হাতছানি
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি…
চৈতালী ধর মল্লিক:জন্ম-1974। বাবা..স্বর্গীয় শৈলেন্দ্রনাথ মল্লিক; মা..স্বর্গীয়া মঞ্জু মল্লিক। মধ্য কলকাতার মধ্যবিত্ত পরিবারে বাবা মায়ের শিক্ষা-সংস্কৃতির হাত ধরে বড় হওয়া; ব্রাহ্ম বালিকা শিক্ষালয়া …থেকে স্কুলজীবন,..প্রেসিডেন্সি কলেজে থেকে বাংলায় অনার্স;..কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. এবং বি.এড. । কিশোরবেলায় কবিতার জন্য একান্ত অনুরাগ এবং কবিতা লেখার চর্চা বা অনুশীলন, যা আজো…। বর্তমানে কয়েকটি পত্রিকায় লেখা মনোনীত হয়েছে। আমি বিশ্বাস করি..কবির পরিচয়,তার কবিতায়, সেখানেই তার অনাবিল আনন্দ