ন্যায় অন্যায়

-অশোক কুমার পাইক

∞∞∞∞∞∞∞

ন্যায় অন্যায় দাঁড়িপাল্লায় চাপিয়ে দেখো ভাই

ভারী না কি হালকা ওজন একটু দেখতে চাই,

কার কতটাই মেদ ও ভুঁড়ি কার বা দম্ভ জোর,

ন্যায় সত্য,অন্যায় মিথ্যা,আলো আঁধার ঘোর l

প্রাচীন হতে আজও জ্ঞানের বাণী বহন করি

এই ধরাতে ন্যায় যে সত্য, বিবেক চরিত্র গড়ি,

মিথ্যা কথা বললে বলে অধিক পাপের পাপী,

সত্য আঁকড়ে ধরলে মানুষ হয় না কভু তাপি l

গুরুকুলেতে জ্ঞানের বুলি ন্যায় অন্যায় শেখা,

সত্য মিথ্যার উপদেশটি বাড়ায় জ্ঞানের রেখা,

সেই যে বাণী, সেই যে ভাষা, সেই যে প্রশ্নচিহ্ন,

দাঁড়িপাল্লায় উল্টে গেল, সব কিছু আজ নগ্ন l

সত্যবাদীর ঘরেতে অভাব, সত্যের পথে হেঁটে,

মিথ্যাবাদীর সুখের স্বর্গে, ন্যায় যে গেল ফেটে ;

ন্যায়ের ভুঁড়ি চুপসে যে যায় কালের বিবর্তনে

অন্যায়ে ঐ মেদ যে বাড়ে দাপট দেখায় ক্ষণে l

সুখ যে পেল, সম্পদ পেল, হাসিই ভরা রাজ্য,

সৎ মানুষের অন্ন জোটেনা সফল হয়না কার্য,

খালি পেটে ধর্ম হয় না আত্মার উপোস রেখে,

তাই যে ন্যায়ের মেদ ও ভুঁড়ি বাদ ওজন থেকে l

∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতি :

কবি অশোক কুমার পাইক, জন্ম তারিখ ১১ আগস্ট ১৯৬৬ সালে l পিতা স্বর্গীয় যামিনী কান্ত পাইক, মাতা স্বর্গীয়া কিরণ বালা দেবীর কনিষ্ঠ পুত্র l পৈতৃক নিবাস পশ্চিমবঙ্গ রাজ্যের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত মন্দিরবাজার থানা ও ব্লকের অধীন ধোপাহাট গ্রামে জন্মগ্রহণ করেন l

শিক্ষাগত যোগ্যতা কলিকাতা বিশ্ব বিদ্যালয় হইতে স্নাতক, কলা বিভাগ l আশির দশক হইতে অদ্যাবধি সমাজসেবার কাজে নিযুক্ত এবং ধোপাহাট মিলন সংঘ নামে একটি সমাজসেবী ও গ্রামোন্নয়ণ প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত l বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও চিপ ফাঙ্কশনারি l বর্তমানে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য l তিনি ২০১৭ সাল হইতে অদ্যাবধি ওয়ার্ল্ড ওয়াইড হিউমান এয়ারনেস অর্গানাই জেশন এর সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মথুরাপুর ব্লক কমিটি l

কবির রচিত নাটক মুসাফির, পল্লীজননী, দেবতার সমাধি, ভগবান কাঁদছে প্রভৃতি l বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে l যেমন জিলিপি, মাধুকরী, দেশ বিদেশের কাব্যমালা, সৃজনিকা যৌথ কাব্য সংকলন, মনের কোণে কাব্য সংকলন, স্বরময়ী কাব্য সংকলন, কবিতা দিবসে কবির ভাবনা কাব্য সংকলন, সাধারণ সাহিত্য কাব্য সংকলন, বিশ্ব কবিতা সংকলন l এ ছাড়া ছাইলিপি ম্যাগাজিন, সুপ্রভাত শারদ সংখ্যা, ক্যানভাস ই ম্যাগাজিন, প্লাসেন্টা, আবির্ভাব, বাংলা সাহিত্য পত্রিকা প্রভৃতিতে কবির কবিতা প্রকাশিত হয়েছে l “”অন্বেষণ লেখকের আত্মজীবনী ” প্রথম খন্ড গ্রন্থতে কবির জীবনী ছাপানো অক্ষরে প্রকাশিত হয়েছে l

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*