আঁতেল সমাজ
-আফ্রূজা খাতুন
⇔⇔⇔⇔⇔⇔⇔
ফেব্রুয়ারিটা আসে যখন প্রবল হইচই
সবাই তখন ভাষা প্রেমিক বাংলা গেলো কই!
তারপরে এর খোঁজ কে রাখে
বাংলা আবার ধুলো মাখে ,
চলতে ফিরতে মুখে ওড়ে ইংরেজিতে খই।
বাংলা বানান ইংরেজিতে ভড়ং দেখি কতো,
না হলে যে ব্যাকডেটেড তকমা শত শত!
বাংলাতে সংকোচ হয়
কেমন জানি হয় যে ভয়,
আঁতেল সমাজ তকমা আবার দেবে গতানুগত!
বাংলা বলতে না পারাটাই ক্রেডিট এখন ভাবে,
একুশ তারিখ পেরিয়ে গেলে সব থেমে যাবে ,
বিদ্যে বোঝাই বাবু মশাই
অন্তসার যে শূন্যতাই,
মায়ের ভাষা না বলে কি লজ্জা আজো পাবে!
⇔⇔⇔⇔⇔⇔⇔
পরিচিতি-
নিউ টাউন-ডায়মন্ড হারবার-পঃবঃ র বাসিন্দা-MA B ED,উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি-লেখার আঁকিবুকি কাটতে এবং আবৃত্তি করতে ভালোবাসি ।