অমর একুশে ফেব্রুয়ারি
-সিরাজুল ইসলাম মোল্লা
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
মম স্বাধীনতার অমর সূত্র অমর একুশে ফেব্রুয়ারি,
ফিরে এলো আবার বাংলার বুকে নবশক্তি সঞ্চারী।
আয় আজিকে বরণে, সকল ভাষা শহীদের স্মরণে,
যারা দিয়ে গেলো প্রাণ মাতৃভূমি মাতৃভাষার চরণে।
ধ্যানে জ্ঞানে মনে প্রাণে স্মরে বিশ্ব জনে শ্রদ্ধাশেষে,
একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে।
বাংলার আকাশে বাতাসে ফাগুনের আগমন শুনি,
কণ্ঠে যার প্রাণের আকুতি রক্তে দোলে প্রতিধ্বনি।
‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,’
কবির কণ্ঠে মধুর সুরে গাইছে শহীদ সকলে আসি।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি’ গানে গানে শ্রদ্ধার্ঘ্য সবারি।
আলোক হয়ে জ্বেলেছে দিপালী, বিনম্র শ্রদ্ধাঞ্জলি,
মায়ের কোলে মায়ের বোলে আমি আজ বাঙালি।
আজও একুশে মানে চেতনা, একুশ মানে প্রেরণা,
একুশ মানে অন্যায় প্রতিবাদ, একুশে মম ঠিকানা।
আজও একুশে বাঙালিত্বের মুষ্টিবদ্ধ ঐক্যের হাত,
এসেছে দেশের বুকে কষাঘাত হয়েছে প্রত্যাঘাত।
হে বাংলায় লিখি বাংলায় পড়ি বাংলায় কথা বলি,
একুশে ফেব্রুয়ারির সাথ যেন আটই ফাল্গুন বলি।
রক্ত কেনা মাতৃভাষা পাবে না কোথাও বিশ্বে আর,
সারাবিশ্বের বিস্ময় গর্ব আমার স্বাধীনতা বাংলার।
একুশের সোপান বেয়ে মম স্বাধীনতার স্বপ্ন সিঁড়ি,
অ আ ক খ ধ্বনিতে মা ডাকে শান্তির নীড়ে ফিরি।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর-১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।