একুশে ফেব্রুয়ারি
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কত বেদনায় রচিত হয়েছে আজ এই ভাষার বারি,
এ যেন প্রাণের চেয়েও প্রিয় এই একুশে ফেব্রুয়ারি।
দামাল ছেলে বুকের রক্ত ঢেলে দিয়ে গেছে মায়ের ভাষা,
স্বপ্নের ছায়াতেও যেন ঘুমিয়ে আছে হাজার ভালোবাসা।
একুশে ফেব্রুয়ারি যেন ছোট্ট একটি নাম,
যেন স্বর্ণা অক্ষরে, রচিত হয়েছে ধরাধাম।
সত্যকে নাও সহজে মিথ্যাকে দাও মুছে,
জীবন দীপ্তো,আঁধারও যেতে পারে ঘুচে।
ভাষার জন্য রক্ত দিয়েছে বাংলা মায়ের সন্তান,
বাংলা ভাষা, প্রাণের ভাষা জীবন করেছে দান।
আজও আঁখিতে অশ্রু, সেই ভাইকে কি ভুলিতে পারি,
হৃদ অঙ্গনে, অশ্রুমালা সাজিয়ে দিল একুশে ফেব্রুয়ারি।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইক গাছা
জেলাঃ খুলনা