কথার একুশ 

-মীর সেকান্দার আলী খোকা

♦♦♦♦♦♦♦♦♦♦

ক-দিয়ে শুরু করেছি কথা,

কথায় কথায় এসেছে কথা।

এসেছে একুশ মন-মঞ্জিলে,

রাখেনি ধরে কৃপণের মতো মন-মঞ্জিলে

একুশের সেই ভাষা।

দিয়েছি ছড়িয়ে বিশ্বময়,ছড়িয়ে দিয়েছি

উন্মুক্ত মাঠে, আকাশের নীল-নীলিমায়।

এই মঞ্জিলে ঘুমিয়ে আছে

ভাষা প্রিয়, প্রিয় ভাসি, যত কোমল হৃদয়।

এই মঞ্জিলেই ঘুমিয়ে আছে শহীদ মুক্তিযোদ্ধা,

ঘুমিয়ে আছে বাংলার ভাষা শহীদ।

অহংকার বলে,গর্ব বলে, যদি কিছু থেকে থাকে

তা-আছ এই মুজিবের বাংলায়।

পশ্চিম, পূবে তাকিয়ে দেখো আজ,

তুমি হত, তুমি ক্ষত, তুমি ক্ষত বিক্ষত

শির উঁচিয়ে দাঁড়িয়ে আমি, উঠেছে তোমার

ভিক্ষার ঝুলি কাঁধে,

নির্বোধ-বোধহীন তুমি, আজও রয়ে গেছো সেই।

দেখে যাও, বুঝে যাও, এই বাংলার সোনার তরী,

সোনার ভাষা, একুশ হয়ে ছড়িয়ে আছে বিশ্বময়।

আমার মা,আমার বোন,আমার শিশু,আমার ভাই,

একুশের তরী বয়ে নিয়ে যাবে দিগন্তে, বিশ্বময়।

♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া,পৌরসভা, ঠাকুরগাঁও সদর।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*