বসন্ত এলো ফিরে

-হাসান জামান

♥♥♥♥♥♥♥♥♥

আবার বাংলায় বসন্ত এলো ফিরে

শীতার্ত রাত কনকনে হাওয়া কুয়াশার চাদর ছিঁড়ে!

এরই মাঝে অনেকেই আচমকা গেলো অনন্ত ভ্রমণে

সিঁড়ি বেয়ে নেমে গেলো মাটিতে অন্ধকারে গোপনে!

সবাই ফিরলো ঘরে কেউ কেউ মুছলো জলের নদী

একরাশ উৎকন্ঠা নিয়ে তাকিয়ে আছি শেষ অবধি

নতুন দিনের আশায়!সকালের রোদে নিউজ পড়ি

চায়ের কাঁপে চুমুক দিয়ে রাজনীতি ঝাঁটাপেটা করি!

সন্ত্রাস দূর্নীতি দ্রব্যমূল্য মুল্যস্ফীতি শেষে বইমেলায়

চোখ ছানাবড়া! রহিম আর রুপবানের প্রেম খেলায়

রঙিন বসন্ত হাওয়া!শিমুল পলাশ খুঁজি দুই চোখে

প্রকৃতি বদলে যায় নীভৃতে নদী কাঁদে জলের শোকে!

আবার মনে বসন্ত এলো ফিরে –

শীতের পাখিরা উড়ে গেলো দূর আকাশের নীড়ে।

আড়মোড়া ভেঙে জেগে উঠে শহর নগর আর গ্রাম

এ বসন্তে আমি ঘর ছেড়ে তোমার সমুদ্রে চললাম!

ফুল ফুটুক আর নাই ফুটুক বসন্ত দ্বারে –

এসো তুমি আমি বদলে যাই কে ঠেকাতে পারে!

♥♥♥♥♥♥♥♥♥

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*