কৃতী সন্তান
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼∼
বাংলা মায়ের কৃতী সন্তান
একুশের শহীদ যাঁরা,
বুকের রক্তে ঝরিয়ে প্রাণ
বাংলার সন্তান সেরা।
ঝরেছে অশ্রু মায়ের চোখে
হানাদার বাহিনী তরে,
বাহান্নের সেই ভরা দুপুরে
রক্ত স্রোতের জোয়ারে।
কাতারে কাতারে রাজপথ
সেদিন ভরেছে মানুষে,
নির্মম ভাবে পাক বাহিনী
গুলি চালিয়ে রক্ত চুষে।
শত হাজার বীর বীরত্ব
শহীদ মিনার গড়েছে,
বাংলার মাটি বাংলা ভাষার
মান সম্মান ফিরিয়েছে।
বাংলা মায়ের স্নেহ ভরা ভাষা
বাঙালির গর্বের ভাষা,
জাতীয় ভাষা পেয়ে মর্যাদা
মিটায় শহীদের আশা।
বাংলা মায়ের কৃতী সন্তান
একুশের শহীদ যাঁরা,
বাংলা বাঙালি গর্ব স্মরণ
অমর ইতিহাস সেরা।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি =
শ্রী স্বপন কুমার দাস শ্রী সন্তোষ কুমার দাস/কল্ল্যাণী দেবীর দ্বিতীয় পুত্র অবিভক্ত মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর গ্রামে (বর্তমান-ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর মহকুমা)১৯৬৩ সালের ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। কবি ১৯৭৮ সাল থেকে সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে কবি সাহিত্য জগতে প্রবেশ করেন।ইতিমধ্যে একাধিক কবিতা উনার বিভিন্ন পত্র পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান মাধ্যমে প্রকাশিত হয়েছে।