ভাষা শহীদ
-বিপ্লব শামীম
∼∼∼∼∼∼∼∼∼
ভাবা যায়, একটি রাষ্ট্র
ভাষাকে করেছিল অপহরণ!
কি জঘন্য গর্হিত কাজ
কি নিকৃষ্ট অধঃপতন!
রাষ্ট্রের কি ধৃষ্টতা থাকলে
প্রকৃতির বিরুদ্ধে করে যুদ্ধ?
কতটুকু বিকারগ্রস্ত হলে
একটি জাতি হয় বুদ্ধু!
যে ভাষা প্রকৃতিপ্রাপ্ত
যে ভাষায় ভাব প্রকাশ,
যে ভাষায় আবেগ অনুভূতি
সাধ্য কার, করে তার বিনাশ?
যে ভাষা আমার মায়ের ভাষা
যে ভাষা আম জনতার,
যে ভাষায় ডাকি সৃষ্টিকর্তাকে
সাধ্য কার তা রুখবার?
ঐ হানাদারেরা বুঝতে পারেনি
সুনামিকে যায় না রুখা,
“রাষ্ট্র ভাষা বাংলা চাই”
শ্লোগানে প্রকম্পিত ঢাকা!
সেই ১৯৫২ সাল
দিনটি ২১শে ফেব্রুয়ারি,
ভেঙেছিল শিক্ষার্থীরা
১৪৪ ধারার আদেশ জারি!
নিরস্ত্র শিক্ষার্থীদের উপর
নির্বিচারে ওরা চালায় গুলি,
রফিক, সালাম, বরকত, জব্বার
কি করে তাঁদের ভুলি?
পরোয়া করেনি নিজের জীবন
পরোয়া করেনি বুলেট,
মূক মুক্ত বাংলা মাকে
করতে হবে যে নিরেট!
মায়ের ভাষার মর্যাদা রক্ষায়
তাঁরা নিয়েছিল দৃঢ় শপথ,
তাঁদের রক্তে রঞ্জিত ছিল
বাংলার রাজপথ!
সেদিন প্রান দিয়েছিল অনেক
নাম জানা অজানা ভাষা সৈনিক,
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে দুনিয়া
তোমরাই তো বীর ভাষা শহীদ!
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিত :
আমি দেওয়ান শামীমুল ইসলাম। ডাক নাম দুইটি, দাদার বাড়ীতে আমি শামীম আর নানার বাড়ীতে আমি বিপ্লব। বাংলাদেশের টাঙ্গাইল জেলার অধীনস্থ বাসাইল উপজেলার তিরঞ্চ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম! জন্মসাল – ১৯৭১। বাবা – মরহুম মাওলানা আনোয়ারুল ইসলাম ছিলেন স্বনামধন্য একজন প্রধান শিক্ষক ও সমাজ সেবক। মা – মরহুমা রওশন আরা বেগম শিউলি। আইসড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সরকারী সা’দত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি (গণিত)। পেশা – শিক্ষকতা। বর্তমানে সৌদিআরবে কর্মরত। মূলত শখের বসেই লেখালেখি। প্রকৃতির সান্নিধ্য ও এর বিশালতা আমাকে মুগ্ধ করে। ধন্যবাদ।