মায়ের মুখের ভাষা
-মাহবুব আলম বুলবুল
∞∞∞∞∞∞∞∞∞
ছোট্ট কালে মায়ের মুখে
শিখে মায়ের ভাষা,
সেই ভাষাতে কথা বলে
মিটাই মনের আশা।
মায়ের মুখের বাংলা ভাষা
একটু করে শিখে,
মনের ভাব মিটাই আমি
গান কবিতা লিখে।
আজও আমি কথা বলি
মায়ের মুখের ভাষায়,
দিনে দিনে শিখছি আমি
অনেক ভালবাসায়।
মায়ের ভাষা মধুর ভাষা
বাংলা ভাষা আমার,
এমন মধুর ভাষা মোদের
বিধির দেয়া উপহার।
বাংলা ভাষায় লিখে আমি
কবিতা, ছড়া গান,
মন খুলে লিখে আমার
নাচায় হৃদয় প্রাণ।
এত সুন্দর মিষ্টি ভাষা
মায়ের মুখে শিখে,
জীবনের সাধ মিটাই আমি
কালি কলমে লিখে।
∞∞∞∞∞∞∞∞∞