অমর ২১শে ফেব্রুয়ারি
-তনুশ্রী বসু (পাত্র)
∼∼∼∼∼∼∼∼∼∼
সেই সুনিবীড় শান্তির নীড়,
শান্ত, শীতল, মায়ের আঁচল খানি
তুমি আমার বঙ্গমাতা ওগো
তোমার চরণ, স্বর্গ আমি মানি
যে ভাষা, আমাদের মায়ের ভাষা
যে ভাষায় লিখি, পড়ি, কথা বলি
আমাদের ভাব প্রকাশের মাধ্যম
দূর্মতি তোদের, সেই ভাষা রুখতে এলি?
ও আমার সোনার বাংলা
আমি তোমায় বড় ভালোবাসি
এই ভাষাই আমার মায়ের ভাষা
এ ভাষাতেই আমি কাঁদি, হাসি
“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
অমর একুশে ফেব্রুয়ারি”
গানে গানে শ্রধ্যার্ঘ, আমজনতার,
আমি কি কখন ভুলতে পারি?
রফিক, সালাম, বরকত, জব্বার
তাদের কি করে আমি ভুলি
নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নৃশংস
ওরা নির্বিচারে চালিয়েছিল গুলি।
গর্ব সারা বিশ্বের “একুশে ফেব্রুয়ারি”
আমাদের স্বাধীনতার স্বপ্ন সিঁড়ি
অ, আ, ক, খ ধ্বনিতে আমরা
“মা” ডাকে আমাদের ঘরে ফিরি।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:-
সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব