একুশ আমার অহংকার
-আরিফ মুসলিমীন
≈≈≈≈≈≈≈≈≈
একুশ আমার অহংকার,
বুকের ভিতরে, হৃদয় মাঝারে।
একুশ আমায় দিয়েছে মর্যাদা,
লোকের মাঝে, বিশ্ব দুয়ারে।
একুশ আমায় দিয়েছে যে,
বীর জাতির সন্মান।
ইতিহাসে লিখেছে একুশ,
বাঙালির জয় গান।
একুশ আমায় করেছে,
পৃথিবীর মাঝে অনন্য।
একুশকে পেয়ে আমি,
সত্যিই হয়েছি ধন্য।
≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
কবি আরিফ মুসলিমীন, বর্তমান প্রজন্মের তরুণ লেখক। জন্মস্থান টাংগাইল জেলায় কিন্তু বাবার চাকুরীর সুবাদে ছোট থেকে বেড়ে উঠা নেত্রকোনা জেলাতে। বাবা মায়ের দুই পুত্র সন্তানের মধ্যে তিনি ছোট।
কৈশোরে প্রতিবেশী বড় বোনদের লেখালেখি দেখে অনুপ্রাণিত হয়ে ছড়া লিখার মধ্য দিয়ে লেখালেখির হাতেখড়ি। তারপর থেকে সময়ের সাথে সাথে সাহিত্যচর্চা ও লেখালেখি চালিয়ে যাচ্ছেন।
তিনি অনুকবিতা লিখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
“আকাশে মেঘের ভেলা” তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ। ইনশাআল্লাহ ভবিষ্যতে লেখালেখি নিয়ে আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে এই লেখকের ।