একুশ আমার নাম
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞∞
প্রভাতের পদচারণায় মুখরিত হবে রাজপথ।
জনতার স্রোতে কানাই কানাই পূর্ণ হবে একুশের শব্দতরী।
শ্রদ্ধায় শূন্য চরণ,পুষ্প মাল্যে অলংকৃত হবে বেদী,
রাঙ্গায়িত হয়ে সুবাস ছড়াবে ধরণী তন্দ্রে তন্দ্রে।
সার্থক জনম বঙ্গে আমার, পঙ্কিলতা বিনাশ করেছি আমরা,
এমনি আসেনি, রক্তের স্রোতধারায় প্রবাহিত ২১, একুশে ফেব্রুয়ারি।
জাগতিক সুখ ছেড়েছি ,ছেড়েছি মা’য়ের আঁচল,
কালনিশি জেগেছি এমন রাঙা ভোর দেখব বলে।
আমার মা’য়ের গাঁথা মালা, অ-আ-উ-ঊ-ক-খ-ঙ-জ,
আমার বর্ণমালা। হাতেখড়ি, মুখে বুলি দিয়েছিল মা যে আমার,
কি করে, তারে যে ভুলি ?
সুধা, সুধায় পূর্ণ অলিগলি সবই তার,
মঞ্চে দাঁড়িয়ে দেখি, সু’দুরে যত দূর চোখ যায় শুধুই মা’য়ের আঁচল পাতা।
আজ একুশের প্রহর, দ্বীপ জ্বালাবো মা’য়ের আঁচল পাতা।
নাচবে ধমনী তরঙ্গে তরঙ্গে, ধেয়ে চলবে বঙ্গতরী,
মা আমার দাঁড়াবে হাসি উজ্জ্বল অশুভ বিনাস্যে বাঘিনী চোখে,
গেয়ে যাবে গান, আমি শিষ্যের সেরা বঙ্গ জননী, একুশ আমার নাম।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
সমাপ্ত: ১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া,পৌরসভা, ঠাকুরগাঁও সদর।