নারীর মন

-ফটিক ঘোষ

≈≈≈≈≈≈≈≈≈

প্রেম-প্রীতি ভালোবাসা নিয়ে নারী গড়া,

মহামূল্য রত্ন নাহি স্বামী তার ধরা।

দয়া মায়া করুণাতে রাখে স্নেহ ভরে,

যেথা যবে থাকে নারী রাখে আলো করে।

নারীর অন্তর জুড়ে থাকে তার স্বামী,

কোমল হৃদয় দিয়ে গড়ে অন্তর্যামী।

সারা বিশ্ব তুচ্ছ জানে স্বামী হলে পাশে,

স্বামী নিয়ে আত্মসুখে ভাসে অভিলাষে।

স্বামী বিনা হতাশায় সদা অশ্রু ঝরে,

উদাসী হৃদয় ভারে একা থাকে ঘরে।

পুত্র কন্যা পানে চেয়ে মনে শক্তি ভরে,

ব্যথা বুকে চাপা রেখে মুখে হাসি ধরে।

কঠোর কোমল নারী দূর্গা কালী শক্তি,

নারী বিনা নর জাতি পায় নাহি মুক্তি।

ধরা মাঝে ভদ্র নর নারী গুণে পাই,

পুরুষ গড়ায় নারী, তুলনা যে নাই।

পরিবার সুখে ভাসে হলে গুণবতী,

সব স্বামী তাই চায় পেতে সীতা সতী।

পতি-পত্নী মিলেমিশে অর্ধনারীশ্বর,

পরস্পর প্রীতি ভরে আলোকিত ঘর।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিত :-

ফটিক ঘোষ, পিতা জগদীশ চন্দ্র ঘোষ মাতা বিজয় লক্ষ্মী ঘোষ, ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার গনকি গ্রামের নিবাসী।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*