ভিত ১৯৫২ হতে ১৯৭১

-সিরাজুল ইসলাম মোল্লা

≈≈≈≈≈≈≈≈≈

১৯৫২ হতে ১৯৭১ স্বীয় সত্ত্বার পরিচয় তোমার আমার,

ভুলে যাও কেন রক্তে কেনা অশ্রু ভেজা অতীত সবার।

ইতিহাসের পাঠ না করেই খুঁজো তুমি কার কী ইতিহাস,

ধ্বজা বহন করতে জানতে হবে মানতে হবে ভূইতিহাস।

রাজনীতির র না বুঝে হয়ে গেছো আজ রাজনীতিবিদ,

কলুষিত করেছো অর্থনীতি সংস্কৃতি সমাজসহ ধর্মবিদ।

রাজনীতিতে শেষ বলে কিছু নেই- এটাই বলতে পারবে,

মিথ্যার ধোকাবাজি আর কত দিন, মিথ্যা ধ্বসে পড়বে।

পারবে অসৎ বুলি আওড়াতে, ভুলে ইতিহাসেরই শিক্ষা,

নষ্টমনন এখনও সময় আছে ইতিহাস হতে নাও দীক্ষা।

ইতিহাসের কাছে অভিযোগ অনুযোগ করণে লাভ নেই,

বিবর্তনের সাথে সত্যের পথে অবিরাম চলছে চলবেই।

ইতিহাস কাউকে ক্ষমা করেনি, ক্ষমা করতেই জানে না,

কর্মের ফল ফিরায় দেওয়া ইতিহাসের অন্যতম চেতনা।

ভুলে গেছো কেন ইতিহাসের অপশাসন শোষণের কথা,

আজ ব্যর্থতার ঘাতে পাও কেন তুমি মননে মর্মর ব্যথা?

বাংলায় চলতে হলে বলতে হলে সত্য পথে হাঁটতে হবে,

সত্য’র উপর দাঁড়িয়ে কথা বলতে হবে, সত্য শক্তি ভবে।

তাকাও ইতিহাসপানে, খুঁজো জাতিসত্ত্বার জন্ম পরিচয়,

প্রশ্ন কর যে বন্ধুর পথ পাড়ি দিয়ে জাতির ভিত কি হয়?

ভুলে যাও কেন ৫২’র ভাষা আন্দোলন ৬৯’র অভ্যুত্থান,

ভুলে যাও কেন ৬ দফা, নির্বাচন, মুক্তির যুদ্ধে রক্তদান?

ভুলে যাও কেন এ দেশেই সংঘটিত হয়েছে কালো রাত,

ভুলে যাও কেন ৭৫’র ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত?

যুগান্তরে কুলাঙ্গার রোধে জন্মেছে বঙ্গে বীর সূর্যসন্তান,

স্মরণীয় বরণীয় অনুকরণীয় সেই তো ইতিহাসে মহান।

১৭৫৭ অস্তমিত প্রিয় স্বাধীনতা সূর্য, ১৯৭১ এ সূর্যোদয়,

রক্তে কেনা অশ্রু ভেজা বিজয় দিবে প্রতিদান সত্যময়।

মাঠে ময়দানে ভুলে যাও কেন মম স্বাধীনতার মূলনীতি,

যেখানে রোপিত বাংলার বাঙ্গালীর চির শান্তি ও প্রগতি।

≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর-১৫০২, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*