স্বপ্নের মাঝেও
-কাজী সেলিনা মমতাজ শেলী
∼∼∼∼∼∼∼∼∼∼
স্বপ্নের মাঝেও স্বপ্ন আছে, নিশিদিন ঘোরে মনের মাঝে,
কখনো কল্পনা বিলাসী হাওয়া কখনো নূপুর হয়ে বাজে।
ভালো স্বপ্ন, মনকে আনন্দ দেয়,
নিত্য দিবসে নতুন ভালোবাসায়।
দীপ্ত চেরাগের মতো জ্বলে স্বপ্নগুলি যেন মনের গভীরে,
অনির্বাণ সে বাসনা স্বপ্ন হয়ে জ্বলে যেন অন্তরে বাহিরে,
মুক্ত স্বপ্ন একটি, নতুন সূর্য ভালোবাসা।
স্বপ্নের মতো একটি সূর্যোদয় নব আশা,
স্বপ্ন কখনো ছুঁয়ে যায় খোলা মাঠের হাওয়া মুগ্ধ প্রাণ।
তীব্র আলোর মতো, স্বপ্নও রাখতে চায় সেরা অবদান,
স্বপ্ন এই মনকে জাগ্রত রাখতে পারে।
স্বপ্ন প্রাণ শক্তি প্রার্থনা জীবনের তরে,
স্বপ্ন রন্তিম সঞ্চয়,ধূসর গোধূলি যেন স্বপ্ন সুন্দর আজি।
সাত রংয়ে বেদনা মুছে স্বপ্ন নামুক শান্তি পথে রোজই,
স্বপ্ন আসুক রোজই, মহা মিলনের উৎসবে।
ঘুমন্ত নিখিল জাগ্রত হবে আঁখিতে স্বপ্ন রবে,
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নামঃ কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম+ পোস্টঃ কপিলমনি বাজার
থানাঃ পাইক গাছা
জেলাঃ খুলনা বাংলাদেশ