সুরের মূর্ছনা
-অনিল কুমার পাল
≈≈≈≈≈≈≈≈≈≈
আজ প্রভাতের আলো আঁকাবাঁকা পথে,
জগতে রবির আলো লাগে মনোরথে।
প্রভাতফেরি একুশে ভায়ের স্মরণে,
ভাসিয়ে বুকের রক্ত ভাষার কারণে।
তেমন করে বেঁধেছে রক্তের বন্ধনে,
রয়েছো হৃদয় মাঝে ভুলবো কেমনে।
আজকের দিনে জ্বালো মনের অর্চনা,
লোকগীতি ওই গানে সুরের মূর্ছনা।
আকাশে বাতাসে ভাসে ফুলের সুগন্ধ,
কাজল কালো ও চোখে স্বপ্ন নাহি মন্দ।
বাজে বিজলির আলো রেখাপাত ভালে,
কাঞ্চন,গোলাপ দোলে বসন্তের কালে।
পঙ্কিলে ফুটিলো ফুল সুগন্ধ জানোরে,
থেকে যাবে স্মৃতি মনে একুশে মিনারে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
অনিল কুমার পাল ,পিতা মৃত দ্বিজপদ পাল ,মাতা মৃত রেনুবালা পাল। তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে (বাংলাদেশ) ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একটি বিশেষায়িত ব্যাংকের অডিটর হিসাবে কর্মরত আছেন।তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে কবিতা প্রকাশিত হয়েছে ।তিনি অবসর সময়ে অনলাইনে লেখালেখি করে থাকেন ।