আমার কোন দুঃখ নেই
-হাসান জামান
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
আমার কোন দুঃখ নেই মনে –
দুখের লোনাজল চৈত্র খরায় গ্যাছে পুড়ে
মৃত তিস্তার মতো পলি আর হাঁটু জল জুড়ে
বিপন্ন শামুক ঝিনুক খেলা করে সংগোপনে-
ভিখারী ফসলের মাঠ শুয়ে থাকে রৌদের পাটাতনে।
মুন্ডুহীন নারী নিসর্গে আমার কোন লোভ নেই।
পাড়ের জানু ধরে উড়ে কাশফুল তবু ক্ষোভ নেই ।
এ নদীতে মাছ পাখি ফুলের জন্য জল নেই
দুপায়ে দুখের বেড়ী ভাঙার কোন ছল নেই!
মৎস্য কন্যারা নেই জলের সিঁড়িতে।
নগর পিতা বসে আছে বিয়ের পিঁড়িতে।
সবায় ঘুমায় রাতের বালিশে মাথা কুটে।
ভালো নেই ওরা কেউ বলেনি মুখ ফুটে!
শুধু আমার দু-চোখে কোন ঘুম নেই!
ঘুমের দেশে স্বপ্নের ঠোঁটে চুম নেই।
রাত্রি ঘুমায় ফুটপাতে ভিখারির কোলে মাথা রেখে!
নিয়ন আলোয় ক্ষুধার আগুন কান্না রাখে ঢেকে !
নির্বাক শহরের মানুষেরা কি নিয়ে বাঁচে ?
বলেনি সে শ্বাসকষ্টের কথা! বলে নি বৃক্ষের কাছে।
কষ্টে ভুগে দূষিত বাতাস! বিপন্ন নগরবাসী।
আমরা সবাই পর মুখাপেক্ষী! নিজ গৃহে পরবাসী!
ট্রাফিক জ্যামে আটকে গেছে বিষন্ন সকাল।
বেকরত্বে নাকাল সংসার কে ছিঁড়ে মায়াজাল!
আহত বাঘের মত প্লাবন আসবে ফিরে,
নিঃসঙ্গ মেঘনার মাঝি বসে একা নদী তীরে!
হেমন্তে নবান্ন উৎসব হইচই হবে গাঁয়ের মাঠে
ক্ষেতের কিষান বৌয়ের গয়না বেচে হাটে হাটে!
এখানে অবোধ বালকের কোন দুঃখ নেই!
স্বপ্ন নেই চোখে শুকিয়েছে জল অধিক শোকেই!
নেই বুকে না পাওয়ার হাহাকার –
সূর্য ফিরে আসবে এখানে রাত্রি যতই হোকনা আঁধার!
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
কবি হাসান জামানের প্রকৃত নাম মুহঃ হাসানুজ্জামান। তিনি ১৯৬৭ সালের ০৯ ই জানুয়ারি বাংলাদেশের নওগাঁ জেলায় জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ নজরুল ইসলাম ও মাতা মোছাঃ ওলিমা বেগম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে একজন ব্যাংকার। স্কুল জীবন থেকেই লেখালেখির সাথে জড়িত। দেশের বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইন ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে থাকেন।