মিলনের বসন্ত
-শিবানী সাহা
≈≈≈≈≈≈≈
ফাগুন দিনে আগুন রাঙা
রঙ গাছের ডালে,
পলাশ বন শিমুল বন
সেজেছে আজ লালে।
শিমুল শাখে কোকিল ডাকে
শুনতে লাগে ভালো,
মনের মাঝে রঙের ছোঁয়া
আসে রবির আলো।
বনের মাঝে দাঁড়িয়ে আছে
কৃষ্ণচূড়া গাছ,
রঙিন ফুলে অলির মেলা
মধু লুটছে আজ।
ফাগুন রঙে রাঙিয়ে মন
আসবে প্রিয়া আজ,
প্রেম সাগরে হারিয়ে যাবো
ভুলে সকল কাজ।
এমন দিনে তোমার কথা
ভুলি কেমন করে,
তাইতো প্রিয়া ছুটছি আমি
মন টেকে না ঘরে।
অনেক দিন পরে আবার
দুজনে এক হবো,
রাঙা ঠোঁটের মিষ্টি ছোঁয়ায়
বিভোর হয়ে রবো।
≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
কবি শিবানী সাহার জন্ম দক্ষিণ 24 পরগনার নৈহাটিতে। তিনি একজন সাধারন গৃহবধূ। সাহিত্যের প্রতি তার অনুরাগ ছোটবেলা থেকে। বর্তমানে তিনি হুগলি জেলার কোন্নগরে বাস করেন। কবিতা লিখতে ও পড়তে খুব ভালোবাসেন।