পৃথিবী ভুলে যাও আমার পরিচয়
-অভিজিৎ হালদার
∞∞∞∞∞∞∞∞
পৃথিবী ভুলে যাও আমার পরিচয়
আমি মানুষ নয়।
শুকিয়ে যাওয়া ফুলের মতো এজীবন পরবাসী।
পৃথিবী ভুলে যাও আমার পরিচয়
আমি প্রত্যাখ্যান করেছি জন্ম প্রত্যাখ্যান করেছি মৃত্যু।
ফোড়ার পুঁজের স্বাধীনতা থাকে বেরিয়ে আসার
আমার স্বাধীনতা নেই এমন তুচ্ছ
মৃত্যুর দাগে আমি পরয়ানা করি না এ নশ্বর অস্তিত্ব পরকাল।
পৃথিবী ভুলে যাও আমার পরিচয়
মুদ্রার এপিঠ-ওপিঠ জীবন আমার।
বিষাদের আয়ু বাড়ে আমার আয়ু কমে
আধিপত্যহীন সমাজে আমি ফিরে আসতে চাইনা আর
মরুফুলে সাম্রাজ্যের নাগাল ছুঁতে চাই না
আমি পৃথিবীর বিপরীতে পদক্ষেপ চালাই…
বস্তুনিষ্ঠ শব্দের অঙ্গীকারে।।
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি:-
জন্ম:- লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালী ব্লকের মোবারকপুর গ্রামে ১লা সেপ্টেম্বর ২০০১ সালে। পিতা:- কার্ত্তিক হালদার, মাতা:- আরতি হালদার, শিক্ষা:- মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় , ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোল বিভাগের অনার্স স্নাতক। লেখালেখির সূএপাত: স্কুল জীবন থেকে।
লেখালেখি:- বিভিন্ন – পএ পত্রিকা, ম্যাগাজিন , ওয়েবজিন, ফেসবুক পেজ/ ফেসবুক গ্রুপ , ব্লগসাইট , ওয়েবসাইট , অনলাইন প্লাটফর্ম , এছাড়া বিভিন্ন ফোরামে।
বই:- “প্রথম আলো”(২০২১)