বিবর্ণ পাতা

-সেলিম আলতাফ

∞∞∞∞∞∞∞∞

একে একে

ঝর ঝর ঝরে পড়ছে বৃক্ষের

বয়সী বিবর্ণ পাতা আছে যত।

এইতো এইমাত্র

বিদায়ের পথ ধরেছে অগুনতি

মেটে রঙা পাতাদের দল।

শেষবারের মত

বৃক্ষের শক্ত বাঁধন ছেড়ে

উড়ে এসে পড়লো নিরুপায় হয়ে

মাটির বিছানার নতুন আশ্রয়স্থলে।

বসন্ত নতুন হাওয়া

অনেকটা দোল দিলো তাদের-

সেই দোলায় তারা

দুলতে দুলতে, ভাসতে ভাসতে

অবশেষে আর না পেরে

ধরতে হয় শেষ আয়োজন আস্বাদ।

গাছে গাছে এখন

নতুন পাতারা হাসছে অবারিত,

পুরাতন সরিয়ে

তারা ব্যস্ত যে যার প্রস্ফুটনে।

এখন থেকে তারাই থাকবে

আগামী বসন্ত আগমন পর্যন্ত,

যেমন ছিল এখন

ঝরে যাওয়া পাতাদের সময়।

তারাও গত বসন্তে

উচ্ছ্বলা পাখায় এসেছিল –

তাদের পুরাতনকে

নিয়েছিল বিদায়ের চৌকাঠে।

পৃথিবীর এ এক

চিরাচরিত নিয়ম আলো বর্তিকা,

পুরাতন যাবে হারিয়ে

নতুন আসবে সজীবতায়।

তাই একই বসন্ত

আসে প্রতিবার তার মত করে-

শুধু পাতারা বদলায়

আর বদলায় মানুষের মন।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

সেলিম আলতাফ, খালিশপুর, খুলনা

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*