নদী মাতৃক দেশ
-রানা জামান
∼∼∼∼∼∼∼∼∼
নদীর পাড়ে বসে থাকি
ভালো করতে মন,
খারাপ মনটা ভালো থাকে
সেই কয়েকটা ক্ষণ।
ঝিরিঝিরি বাতাস লেগে
উড়তে থাকে চুল,
গুনগুনিয়ে গাইতে গানা
হয় না কোনো ভুল।
পাশের ঘাটে গাঁয়ের বধূ
নিতে এলে জল,
দেখতে থাকি বাঁকা চোখে
নিয়ে কোনো ছল।
হরেক রকম নৌকা দেখি
মাঝির হাতে হাল,
ইঞ্জিন থাকায় নৌকার পেটে
উড়ে না আর পাল।
হঠাৎ পাড়ের ভাঙন ঘটলে
চমকে উঠি বেশ,
সব মিলিয়ে ভালো লাগে
নদী মাতৃক দেশ।
∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি-
রানা জামান; জন্ম: ১৫/০২/১৯৬০ খৃস্টাব্দ; নিজ জেলা: কিশোরগঞ্জ।অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; এ যাবৎ প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৯;লেখার ধরন: গল্প, কবিতা, ছড়া,গান, উপন্যাস, ইত্যাদি। ইংরেজিতেও কবিতা লিখছেন।বিদেশে বিভিন্ন এন্থলোজি ও ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত বেশ কয়েকটি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ২০২৩ খৃস্টাব্দে কলকাতার পত্রপাঠ প্রকাশনী থেকে ‘নেপথ্য কাহিনি’ নামে একটি মুক্তিযুদ্ধের গল্পের বই প্রকাশিত হয়েছে।