জীবন খাতার প্রতি পাতায়

-তনুশ্রী বসু (পাত্র)

∞∞∞∞∞∞∞

সবার উপরে মানুষ তার উপর পবিএ মানবিকতা

একথা আজ হয়েছে শুধুই মানুষের দুর্বলতা।

আজ ক্রুরতা, হিংসা, লোভ, অকৃতজ্ঞতা আদর্শ

অতি চালাক, আসলে মূর্খ, জানেনা জীবনাদর্শ।

ধূর্তের পিছনে ছোটে আর এক ধূর্ত, পড়বে ফাঁদে

দেখবে সবাই, নিজের দুঃখে, নিজেই অঝোরে কাঁদে।

সমাজটা আজ ভরে গেছে জোচ্চুরি আর মিথ্যায়

অনুতপ্ত আমরা, লজ্জায় মরি, বলি হায় হায়।

চার পাঁচটি বাড়ি নিয়ে পাড়া, এই ছিল বোধোদয়

নিয়ম নিষ্ঠা পাল্টে গেছে, এসেছে এমনই সময়।

অশিক্ষিত পায় সম্মান, শিক্ষিত অপমানের ভাগী

কারণে অকারণে যুক্তিহীন মারপিট, সবাই রাগী।

তারই মধ্যে আছে কিছু মানুষ, সত্যের পথে চলে

অপমানিত হবে জেনেও সত্য কথাই সদা বলে।

আমরা আছি বেশ আনন্দে, শান্তির এক ছায়ায়

হাঁসিখুশী, গল্প, অনুগল্পে রয়েছি “কবিতার পাতায়”।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:-

সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম, স্কুল কলেজও সেখানেই। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে। আমি একজন সাধারন গৃহিণী। লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*