স্বামী স্ত্রী’র প্রেম
-জি কে শাফায়াত আলী
≈≈≈≈≈≈≈≈
স্ত্রী’র প্রতি স্বামীর হক,
রয়েছে তত।
তিলে তিলে হাসিল কর,
সময় লাগে যত।
স্ত্রীর কাছে স্বামী কেবল,
পাওনাদার নয়।
স্বামীর কাছে স্ত্রীর হক,
বহু পাওনা রয়।
জীবন যুদ্ধে যাত্রা পথে,
দো তুল্য সমান।
গৃহের কাজে স্ত্রী ব্যাস্ত,
স্বামী খাদ্য যোগান।
প্রেম কিন্তু নয় গো মানা,
হালাল মতো করে।
শাস্ত্র খুলে দেখি প্রমাণ,
কহে পরওয়ারে।
স্বামী-স্ত্রী করলে আহার,
বসে এক থালা।
মোহ নাকি বাড়ে দ্বীগুণ?
বলে কামলিওয়ালা।
থই রাতে জায়নামাজে,
হলে দুজন খাড়া।
সেই প্রেম দেখে আল্লাহ,
স্বয়ং মাতোয়ারা!
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি শাফায়াত আলী ১৯৯৮সালে ১ম জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে গনিপুর গ্রামে জন্ম গ্রহন করেন।পিতা আজিজুর রহমান মাতা মনোয়ারা বেগম তিনি ৬ষষ্ঠ তম সন্তান।তিনি বাল্যকালে মক্তবে পড়তেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসায় পাঞ্জম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাদানীয়া আরাবিয়া মাদ্রাসায় ৬ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করেন।সপ্তম শ্রেণীতে এক দুর্ঘটনায় তার লেখাপড়ার অবসান ঘটে।আবার ২০০৯সালে তিনি সপ্তম শ্রেণীতে ভর্তি হন বুলচান্দ হাই স্কুল এন্ড মেনেজ মেন্ট কলেজে।তখন থেকে তিনি ছন্দ লিখতেন ছন্দে ছন্দে বন্ধুদের সাথে কথা বলতেন।তার সহপাঠীরা তাকে উৎসাহ দিতেন।তিনি দরিদ্র পরিবারের সন্তান কর্মের পাশাপাশি তিনি লেখাপড়া করেন।তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন সুনামগঞ্জের পৌর ডিগ্রি কলেজে প্রথম বর্ষ লেখাপড়া হলেও ২য় বর্ষ দারিদ্র্যের জন্য পরীক্ষা দেওয়া হয়নি এতে তিনি লেখাপড়া বিদায় দেন।কিন্তু তার কলম থামেনা তিনি কলম সাথী কে চালিয়ে যান।
তিনি ২০২২সালে বিভিন্ন পত্রিকায় সাহিত্যের সাথে লেখালেখি করেন।এছাড়াও রয়েছে তার অনেক গীতি গান তিনি গীতিকার ও কবি হিসাবে পরিচিতি লাভ করেন।গানের জগতে গীতিকার,কবি সংক্ষিপ্ত রূপে জি কে শাফায়াত আলী বলা হয়।