বিবেকানন্দ
-অভিজিৎ দত্ত
∼∼∼∼∼∼∼∼∼∼
বীর সন্ন্যাসী বিবেকানন্দ
জাতিকে দিয়েছিলেন অভয়মন্ত্র
উঠো,জাগো, লক্ষ্যে পৌঁছনোর জন্য
নিজের উপর বিশ্বাস রাখো।
বিবেকানন্দ নিজের সমস্ত জীবন
উৎসর্গ করেছিলেন দেশ ও দশের জন্য
তৈরী করেছিলেন রামকৃষ্ণ মিশন
সাধারণ মানুষের শিক্ষা ও সেবার জন্য।
বিবেকানন্দের বাণী ও রচনার দ্বারা
উদ্বুদ্ধ হয়েছিলেন ভারতের বিপ্লবীরা
এমনকি নেতাজীর চিন্তাধারাও
প্রভাবিত হয়েছিল তার দ্বারা।
অথচ আজকে স্বামীজীর সাধের ভারতবর্ষে
মণীষাচর্চা অবহেলিত
অপসংস্কৃতি,ধর্ম আর জাতপাতের ভেদাভেদে
দেশ আজ দ্বিধাবিভক্ত।
বহুবৈচিত্র্যময় দেশ ভারতবর্ষ
আজ নিজেদের মধ্যেই হানাহানিতে লিপ্ত
ভেবে দুঃখ হয় ,এটাই কী স্বামীজীর
সাধের ভারতবর্ষ?
∼∼∼∼∼∼∼∼∼∼
লেখক পরিচিতি-
অভিজিৎ দত্ত, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম। পিতা স্বর্গীয় রঞ্জন দত্ত ও মাতা গায়ত্রী দত্ত। কবি, শিক্ষক,সাংবাদিক ও সমাজসেবী।।স্কুল জীবন থেকে লেখালেখির শুরু।একাধিক পত্র, পত্রিকায় লিখেছেন বা লিখে চলেছেন। ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থে এ পর্যন্ত পাঁচটি বই এ তার লেখা বেরিয়েছে।তার নিজস্ব কাব্যগ্রন্থ, কাব্যের ঝংকার, কাব্যের ঝড়,ও কাব্যের ঝর্ণা এবং প্রবন্ধের বই চেতনা ২০২২সালে বেরিয়েছে।২০২৩সালের জানুয়ারিতে দুটি কাব্যগ্রন্থ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার সম্ভার ও সেরা কবিতার সম্ভার প্রকাশিত। আগষ্ট মাসে প্রকাশিত কাব্যের তরঙ্গ এবং ডিসেম্বর মাসে প্রকাশিত কাব্যের কলরব।২০২৪এ কোলকাতার আন্তর্জাতিক বইমেলাই বেরিয়েছে ইংরেজীতে প্রবন্ধের সংকলন Awakening. লেখালেখির ও সমাজসেবামূলক কাজের জন্য একাধিক পুরষ্কার, শংসাপত্র ও সম্মাননা পেয়েছেন ও পাচ্ছেন।