গ্রামের নামটি টিলাগাঁও

-মোঃ রজব আলী

≈≈≈≈≈≈≈≈

সুনামগঞ্জের দোয়ারাতে

আমার বাড়ি ঘর,

সুরমা নদীর উত্তর পাড়ে

থাকি জীবন ভর।

গ্রামের নামটি টিলাগাঁও হয়

করি সেথায় বাস,

দাদা বাবা কৃষক ছিলেন

করতেন জমি চাষ।

পিতার নামটি শুকুর আলী

লিখে দিলাম তাই,

শিক্ষাগত যোগ্যতা মোর

বলার মতো নাই।

মনে সদা আশা জাগে

কবি হতে মোর,

শিক্ষাবিহীন আঁধার জীবন

হয় না কভু ভোর।

লিখতে গেলে হাতটি কাঁপে

মনে সদা ভয়,

দয়াল প্রভু সহায় থাকলে

ভয়কে করব জয়।

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

আমি কবি মোঃ রজব আলী, টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৭২ সালে পঞ্চম শ্রেণি পাশ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকে ১৯৭৫ সালে অষ্টম শ্রেণি পাশ করে, দর্গা পাশা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয় ১৯৭৭ সালে এস, এস, সি, দেওয়ার নাম জন্য নাম রেজিষ্ট্রশন করি। হঠাৎ আমার মাথায় এক মরণব্যাধি দেখা দিলে সিলেট এম, এ, জি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। সেখান থেকে সুস্থ হয়ে ফিরতে প্রায় তিন মাস সময় লাগে। আমি সুস্থ হয়ে জানতে পারলাম যে, ডাক্তার সাহেব নাকি বলেছেন, আবার লেখা পড়া করতে গেলে মাথায় চাপ পড়ে আবার এই রোগ দেখা দিতে পারে। এ সব শোনে পরিবারের সিন্ধান্ত মোতাবেক এখানেই আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*