শোনো হে মানুষ

-শ্রী স্বপন কুমার দাস

∼∼∼∼∼∼∼∼∼∼∼

দক্ষিণা পবন মেলিয়া নয়ন

কহে চুপিসারে কানে কানে,

শোনো হে মানুষ তোমাদের বলি

তোমরা তো কেউ কপি নহে।

তবে কেন সদা এডালে ওডালে

লম্ফঝম্প মারো বারে বারে,

বছরের পর বছর বহুরূপী সাজে

দেখি জনতার দরবারে।

শকুনের ভয়ে কর ছোটাছুটি

কেন’বা মর তোমারা ভয়ে,

কিসের জন্য বা চরিত্র বদল

কোন নব ভানুর উদয়ে।

মমতাময়ী মা রহিয়াছে পাশে

জনতা জনার্দন সুখ তরে,

অভাব অভিযোগ সকল মিটে

সুখ শান্তির বাতায়ন ভরে।

স্বার্থসিদ্ধির কলিজা তুলে ফেলে

উন্নয়নের কলিজা ভরো বুকে,

নিজেরা নিজেরা কাড়াকাড়ি ছেড়ে

মূলস্রোতে ফিরো সবার সুখে।

ওহে বিবেকহীন অমানবিক

মানুষ তোমরা নহে কপি,

নিজেরা নিজের বিবাদ মিটিয়ে

পরে ফেলো এক রঙের টুপী।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি-

কবি সাহিত্যিক- শ্রী স্বপন কুমার দাস

পিতা/ মাতা- শ্রী সন্তোষ কুমার দাস/ কল্যাণী দেবী

জন্ম- ১৬ এপ্রিল ১৯৬৩ সাল

জন্মস্থান- গোপীবল্লভপুর মহকুমা/ ঝাড়গ্রাম জেলা/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*