প্রকৃতি প্রত্যয়

-গণেশ পাল

≈≈≈≈≈≈≈≈

আচ্ছাদিত নিঃশ্বাস ভোগদখল করে

স্বর্গের আলিঙ্গন কখনো কি ?

অথচ কোনো তারতম্য ঘেরা যতো

প্রতিবেশ অশ্বত্থতলের বিহগ-বিলক্ষণ

যেন দ্রৌপদীর অবস্থলে পাশা খেলায়

বাধা মানে না কোন সময় ।

খেয়াঘাটে পানকৌড়ির মতো

ডুব দেই বিচ্ছিন্ন জলের ঝাপটায় —-

কিন্তু গোপনে স্পর্শিত নিতম্ব-সুখ আমার

কোনো এক বিলাসে ভিন্ন ব্যঞ্জণ আনে ।

অদৃশ্য অলংকার যদি থাকে কখনো ,

আমার সঙ্গী তবু আবার

আরো অলংকারে

কেন হয় অতি আসক্ত সুখের তরে —-

এই স্বর্গ কিংবা নরকের সরলরেখায়

বরাবর প্রকৃতি প্রত্যয়ে ?

≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : ১৯৫০ সালের ০২ জুলাই

বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলা শহরে পালপাড়ায় জন্ম গ্রহণ করেছি। শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করেছি । লেখালেখি :

কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক গ্রন্থের সংখ্যা মোট বারটি । যথা — ১ টি কাব্যগ্রন্থ , ৮ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*