জীবন নাটাই-ঘুড়ি
-মোঃ আসাদুজ্জামান আসলাম
∼∼∼∼∼∼∼∼∼∼
জীবন নাটাই ঘুড়ি আমার
নেইকো স্থির সময় তাহার
সুতার মাথায় বেঁধে দিয়ে
নাটাই হাতে রাখছে ওঁনার।
ঘুরছে নাটাই বয়সের চাকায়
কর্ম যত _জোরে তত
দুর্বল হলে সুতার বাঁধন
চিহ্ন তোমার থাকবে নাতো।
নাটাই মাঝে সুতা পেঁচে
তাতে রঙিন মাঞ্জা মেখে
তীক্ষ্ণ হলে শক্তি তাহার
অন্যের ঘুড়ি হেলায় কাটে।
উড়ছে ঘুড়ি তিড়িংবিড়িং
শূন্যলোকের রিক্ত নীলে
নাটাইর সুতায় টান দিলেই
নাচের কাঁপন হেলেদুলে।
মালিক তোমায় ছাড়লো সেথায়
যেথায় তাহার নিজের সবই
উড়বে, ঘুরবে, রং ছড়াবে
আসমান-জমিন পাহাড় ছাড়ি।
সারা দিবস উড়লে ব্যোমে
সূর্যতাপের ঝলকানিতে
বেলা শেষে ফিরবে ঘরে
সুতার টানে মালিক হাতে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
বিবিচিনি, বেতাগী,বরগুনা