পরাজিত মন
-বিনয় জানা
♥♥♥♥♥♥♥♥♥
হারতে হারতে জীবনটা শেষ
আর কিছু নেই বাকি;
পরাজিত এই জীবন মৃতকে
বলো কার কাছে রাখি!
তোমার হৃদয়ে রাখব বলেই
গিয়েছি যখন কাছে;
দেখেছি তখন তোমার হৃদয়ে
আরো একজন আছে!
এখন আমার পরাজিত মনে
ছোট গল্পের ভিড়;
কে নেবে আমার গল্পের সারি
কোথায় বাঁধব নীড়?
রাতের গভীরে আমার এ ঘরে
জমে রোদনের হাট;
আনন্দ হারিয়ে দুঃখের ঘরে
পার হলাম চৌকাঠ!
♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
জন্ম স্থান: গুরুদাসপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত।বর্তমান বাসস্থান: বড়সুন্দ্রা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত। বর্তমানে অবসরপ্রাপ্ত গৃহবাসি।