আপনার স্বার্থলয়ে

-ইন্দিরা দত্ত

∼∼∼∼∼∼∼∼∼

আপনার স্বার্থ নিয়ে চলো তুমি রোজ,

অপরের ভালো-মন্দ করো না তো খোঁজ।

স্বার্থপর তুমি অতি নাহি তব লাজ,

কামনার মোহে সদা করো ঘৃণ্য কাজ।

আপনার জন্য বাঁচে সকল মানুষ,

অপরের ক্ষতি করে উড়ায় ফানুস।

পরের কষ্টেতে হয় হৃদয়েতে সুখ ,

মিছে অভিনয় করে দেখে কারো দুখ।

মানব সমাজ আজ অতি ধান্দাবাজ,

নিজের স্বার্থের মোহে সদা রহে আজ।

স্বার্থ নিয়ে চলাফেরা করে তারা সব,

মানবতা ভুলে গিয়ে মিছে কলরব।

স্বার্থলোভী মানুষের মন ভালো নয়,

দুষ্কর্ম করিতে কভু নাহি পায় ভয়।

ফাঁকি দিয়ে অন্যজনে গড়ে তোলে ঘর,

স্বার্থের কারণে ভোলে আপন বা পর।

ভায়ে ভায়ে অসন্তোষে করে মারামারি,

মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় তাড়াতাড়ি।

অট্টালিকা গড়িবারে অতি ব্যস্ত তারা,

খালি হাতে যেতে হবে বোঝে নাকো যারা।

ক্ষমতার মোহে পড়ে সবে হায় অন্ধ,

অন্যের সাহায্যকালে হৃদি কেন বন্ধ?

পৃথিবীতে আসিয়াছো শুধু খালি হাতে,

অনুরূপ যেতে হবে দিনে কিংবা রাতে।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি –

আমি ইন্দিরা দত্ত। গৃহ শিক্ষিকা ও গৃহবধূ। বিভিন্ন রকমের গল্পের বই, বিজ্ঞান সংক্রান্ত বই ও কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে।। এছাড়া আবৃত্তি,নাচ,গান বাগান করতে আমার খুব ভালো লাগে।। তাই বেলা শেষে আমার এই কলম তুলে ধরা। পিতা – ঈশ্বর শ্যামসুন্দর বিশ্বাস, মাতা – বীণাপাণি বিশ্বাস, স্বামী- উৎপল দত্ত

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*