চা বাগানের বৃত্ত
-আব্দুস সাত্তার সুমন
≈≈≈≈≈≈≈≈≈≈
শহর থেকে কিছু দূরে
চা বাগানের সনে,
পারি হলাম গাড়ি দিয়ে
পরিবার সেই জনে।
সীমানায় ঢুকতে গেলে
অসৎ মানব চোঁখে,
টাকা দিলে ঢুকতে দেবে
চা পাহাড়ের বুকে।
ভালো মানুষ থাকে কিছু
সঙ্গ পেলাম তারি,
উঁচু-নিচু রাবার বাগান
মাইল যে দিলাম পারি।
ছেলে, মেয়ে, রানীর সাথে
দুপুর থেকে সকাল,
নাস্তা হলো চায়ের সাথে
চমৎকার সেই বিকেল।
রূপের কথা বলবো কি যে
চা বাগানের বৃত্ত!
উৎফলিত সবাই ছিলাম
সিলেট ভ্রমণ চিত্র।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
আব্দুস সাত্তার সুমন। পিতার নামঃ আব্দুল মালেক মাতুব্বর (মৃত), মাতার নামঃ নাজমা বেগম। ‘বিবাহিত’ বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে, ঢাকা মিরপুরে কবির জন্ম, ১২ ডিসেম্বর ১৯৮৮ইং সালে তিনি জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে হাদিসে মাস্টার্স শেষ করেন। কবিতা,ছড়া, গল্প, উপন্যাস সাহিত্যিক নিয়ে লেখালেখি করেন। কবি একজন লেখক ও সংগঠক, তিনি আন্তর্জাতিক ইসলামিক সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক। বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে বসবাস করেন।