নীলকষ্ট

-মীর সেকান্দার আলী খোকা

∞∞∞∞∞∞∞∞∞

আজ পহেলা মার্চ, শুক্রবার, ২০২৪ ইং,

ছোট মেয়েটা সামাজিকতায়, নিজ পছন্দের নীড়ে পারি জমাল।

না বুঝেই আমায় দিয়ে গেল কষ্টের জলাতঙ্ক,

নীলকষ্ট, অন্তিমতা।

শুধুই অশ্রুধারায় ভেজেনি চোখ, কেঁপেছে হৃদয়ের

প্রতিটি ধমনী, প্রবাহিত হয়েছে হৃদয় চিরে

ঝর্নার কলতান-কান্নাধ্বনি।

কষ্টের এ’গভীরতা কে বোঝে,বাবা বিনে ?

নিঃশব্দতা নিরবেই কাতরাবে।

রক্তক্ষরণের স্রোত হৃদয়ে প্রবাহিত হয়ে

হৃদয়েই রয়ে যাবে,

রয়ে যাবে আতঙ্কে আঁতকে ওঠা নিঃশব্দ স্বর।

সুখ তো সবাই খোঁজে, সুপ্ত সুখের বাসনায়

তাঁর প্রতিটি কদমে ফুটেছে পদ্মফুল,

ঝরেছে বকুল হৃদয়লিন্দে।

কূল ছেড়ে, কোল শূন্য করে, গড়তে কূল

অনন্য যাত্রা তার, ফুটুক চরণে বর্ষিয়ান অলংকার।

ভেজা চোখ, ভাঙা হৃদয় যদিও আমার,

স্বপ্ন সুখে, স্বপ্ন চোখে, স্বপ্ন গড়ুক ঐ কুলেতে আশিষ আমার।

রাত যত গভীর হয় নিশাচর ঘুরে, শুনি,

আমার হৃদয়ে মরু ডাহুকের ডাক।

আমি বাবা, আমার চোখে শুধুই ভাসে

চলে যাওয়া তাঁর ধূলিপথের ধূসর ছায়া।

ভরসা আছে আমার, দেখেছি অদম্যতা,

দেখেছি সাহসিকতার রংতুলিতে আঁকা ছবি তার।

এই পথ জীর্ণ,কন্টকময়,অনেক কাল চলে যাবে

এ’পথের কাঁটা সরাতেই।

সাধ-তিতিক্ষা-অদম্য সাহসিকতা তাকে দেখাতে পারে

আলোর পথ, সু’দূরে কোন আলোর রেখা।

সাহস যোগাতে ছায়ার মত আমি থাকবো সাথে,

পথে ওঠাতেই পথ চেনাবো আমার পথ ভেঙে।

রসুলপুরের আসমানী নীড়ে চলে যাব আমি,

তবু রেখে যাবো পথ,মসৃণ করে প্রজন্মের তরে।

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

১ নং ওয়ার্ড, মাদ্রাসা পাড়া,পৌরসভা, ঠাকুরগাঁও সদর।

2 thoughts on “নীলকষ্ট -মীর সেকান্দার আলী খোকা

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*